বিএনপির শাসনামলেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে : বিএনপি মহাসচিব

বিএনপির শাসনামলেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৯শে এপ্রিল ২০২৫) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলায় গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, গত ১৬ বছরে প্রায় ২৬ লক্ষ কোটি টাকা পাচার করেছে ফ্যাসিস্ট হাসিনা সরকার। নির্বিচারে মানুষ হত্যা, গুম আর অন্যায়-অত্যাচার করেছে বলেই দেশ ছেড়ে পালাতে হয়েছে সাবেক স্বৈরাচারী শেখ হাসিনাকে।
তিনি আরো বলেন, ভারতের বাবরি মসজিদ ভাঙার কারণে দেশে একটি শ্রেণি দাঙ্গা লাগানোর চেষ্টা করে। তখন বিএনপির নেতাকর্মীরা হিন্দুদের মন্দির ঘর-বাড়ি জানমাল রক্ষা করেছে । এ দেশে হিন্দু বৌদ্ধ, সকল সম্প্রদায়ের মানুষ পাশাপাশি থেকে দেশটাকে সুখী সুন্দর করতে হবে। তিনি সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা যায় না। ১৫ বছর মানুষ ভোট দিতে পারে নাই এবার সুযোগ এসেছে দেশটাকে সুখী ও সুন্দর করতে হবে।
"যে খারাপ আচরণ করবে তাকে পুলিশের কাছে সোপর্দ করে দিবেন। কোনো রকম নোংরামি সহ্য করা হবে না। অপরাদমূলক কার্যে জড়িতদের দল থেকে বহিষ্কার করে দিবেন।" বলে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানান।
তিনি মন্তব্য করে বলেন, হাসিনা দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছিল। সাংবাদিকরা আগে স্বাধীনভাবে সাধারণ মানুষের কথা বলতে পারে নাই । ডিজিটাল আইন করে,মামলা করে নিযার্তন করেছে। সারা বাংলাদেশে বিএনপির লাখ লাখ নেতা কর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। ৫ আগস্ট নতুন সরকার আসে তখন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, "আর প্রতিহিংসা নয় আর প্রতিশোধ নয়, সবাই মিলে দেশটাকে নতুন বাংলাদেশ তৈরি করুন।"
ফ্যাসিস্ট হাসিনা আমলের কথা মনে করে তিনি বলেন. আমি ১১ বার জেল খেটেছি আমার বিরুদ্ধে ১১১টি মামলা দিয়েছে তারা, আমিতো পালাইনি।
বিএনপি ক্ষমতায় আসলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। আপনাদের দাবি পূরণ করা হবে । এসময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিল।
মন্তব্য করুনঃ
মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)