শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

করোনার ওমিক্রন স্ট্রেনের থাবায় ৩৮টি দেশ

 

এক সপ্তাহের মধ্যে করোনার ওমিক্রন স্ট্রেনের থাবায় বিশ্বের অন্তত ৩৮টি দেশে ছড়িয়ে পড়েছে । তবে একটি খবরই স্বস্তি দিচ্ছে— এখনও পর্যন্ত ওমিক্রন আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র কর্তা মাইকেল রায়ান অবশ্য বলেছেন, এখনই এর সংক্রমণ ক্ষমতা নিয়ে কিছু বলার সময় হয়নি। তবে যে ভাবে স্ট্রেনটি ছড়িয়ে পড়ছে, তা সাবধান হওয়ার মতোই। আমেরিকা ও অস্ট্রেলিয়ায় ওমিক্রনের প্রবেশ ঘটেছে দু’দিন আগে। আজ জানা গিয়েছে, স্ট্রেনটির স্থানীয় সংক্রমণও শুরু হয়ে গিয়েছে এই দুই দেশে। অর্থাৎ এখানে এমন কেউ সংক্রমিত হয়েছেন, যাঁরা সম্প্রতি বিদেশ সফর করেননি। স্থানীয় এলাকাতেই কারও থেকে আক্রান্ত হয়েছেন।

দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, এই স্ট্রেনে দ্বিতীয় বা তৃতীয় বারের জন্য কোভিড সংক্রমিত হচ্ছেন অনেকে। বাচ্চাদের সংক্রমিত হওয়ার ঘটনা বেশি। পাঁচ বছরের নীচে শিশুদের সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তির ঘটনা বাড়ছে।

মন্তব্য করুনঃ

মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)

এই শাখা থেকে আরও পড়ুনঃ