শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

ফকিরহাটে মাছ ও শামুক সংরক্ষণ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা

 

চুলকাটি (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে ২০২১-২২ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্বুদ্ধকরণ সভা গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে উদ্বুদ্ধকরণ সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক মো. আবু ছাইদ, সহকারী পরিচালক রাজকুমার বিশ্বাস, জেলা সিনিয়র সহকারী পরিচালক মো. বদরুজ্জামান, অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, প্রকল্প পরিচালক মো. আশিকুর রহমান, পরীক্ষিত ও মুল্যায়ন কর্মকর্তা আসলাম হোসেন শেখ, ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, এ্যাড: হিটলার গোলদার, মোড়ল জাহিদুল ইসলাম প্রমুখ। এ সময় বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, লিফ, মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।  

সম্পর্কিত শব্দসমূহঃ

মন্তব্য করুনঃ

মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)

এই শাখা থেকে আরও পড়ুনঃ