শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

বাগেরহাটের রামপালে টিকা পাবে ১৪ হাজার ৮ শত ১৯ জন শিক্ষার্থী

 
রামপাল প্রতিনিধি : বাগেরহাটের রামপালে করোনার সংক্রমণ রোধে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজারের করোনার টিকা দেয়া শুরু হয়েছে। রবিবার (২৬ ডিসেম্বর ) সকাল থেকে টিকা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা গ্রহীতারা ভিড় জমায় ৷ এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা শিক্ষার্থীদের নিয়ে আসেন টিকা গ্রহনের জন্য । এদিন উপজেলার বিভিন্ন স্কুলের ১ হাজার ১ শত ২০ জন শিক্ষার্থী টিকা গ্রহণ করেন 
 
উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: সুকান্ত কুমার পাল  জানান, করোনার সংক্রমণ এড়াতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সারাদেশের মতো রামপালে ১২ থেকে ১৭ বছর বয়সী ১৪ হাজার ৮ শত ১৯ জন শিক্ষার্থীদের ফাইজার টিকাদান কার্যক্রম ২২  ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং টিকাদান চলমান আছে৷ আমাদের পর্যাপ্ত টিকা আছে ৷ ধাপে ধাপে আমরা সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকাদান সম্পন্ন করবো ৷

সম্পর্কিত শব্দসমূহঃ

মন্তব্য করুনঃ

মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)

এই শাখা থেকে আরও পড়ুনঃ