বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

হামজা শাহবাজের মুখ্যমন্ত্রীর শপথ পড়াচ্ছেন না পাঞ্জাবের গভর্নর

 

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা শাহবাজের শপথগ্রহণ অনুষ্ঠান পিছিয়ে দিয়েছেন পাঞ্জাবের গভর্নর ওমর সরফরাজ চিমা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গভর্নরের অপসারণের পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান মুসলিম লিগ-এন।  


রোববার এক সংবাদ সম্মেলনে পাঞ্জাবের গভর্নর বলেন, পাঞ্জাবের অ্যাসেম্বলিতে যে সহিংসতার ঘটনা ঘটেছে, সেটি খুবই নিন্দনীয়। সাংবিধানিক অফিসে বসে আমি অসাংবিধানিক কাজকে সমর্থন করতে পারি না। 

তিনি বলেন, আমি এই শপথগ্রহণের কার্যক্রম শুরু করব যখন আমি সন্তুষ্ট হব যে এই নির্বাচন সংবিধান এবং লাহোর হাইকোর্টের আদেশ অনুসারে পরিচালিত হয়েছে।

রাজনৈতিক টানাপড়েনের মধ্যে লাহোর হাইকোর্টের নির্দেশে শনিবার প্রাদেশিক পার্লামেন্টের অধিবেশনে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচন হয়। মুখ্যমন্ত্রী নির্বাচনের গুরুত্বপূর্ণ অধিবেশনে ডেপুটি স্পিকার দোস্ত মুহাম্মদ মাজারির ওপর চড়াও হয়েছেন ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সদস্যরা।

গুরুত্বপূর্ণ ওই অধিবেশনে স্পিকার দোস্ত মুহাম্মদ মাজারি তার আসন গ্রহণ করলে ইমরান খানের দলের সদস্যরা দল পরিবর্তন করায় তার ওপর হামলে পড়েন। 

হামজা শাহবাজের নির্বাচনের ব্যাপারে ডেপুটি স্পিকার দোস্ত মুহাম্মদ মাজারি ‘পক্ষপাতমূলক’ কাজ করেছেন বলে অভিযোগ করেছেন ওমর সরফরাজ চিমা। 

নতুন মুখ্যমন্ত্রী হামজা শাহবাজের নির্বাচনের ব্যাপারে পাঞ্জাবের প্রাদেশিক পার্লামেন্টের স্পিকারের কাছে একটি তদন্ত প্রতিবেদন তলব করেছেন তিনি। 

ওমর সরফরাজ চিমাকে চলতি মাসের শুরুতেই দেয় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। 

পাঞ্জাব গভর্নর মুখ্যমন্ত্রীর জন্য নির্বাচন লাহোর হাইকোর্টের নির্দেশ অনুসারে পরিচালিত হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।   

পাঞ্জাবের গভর্নর আরও বলেন, হামজার যদি পর্যাপ্ত ভোট থাকে তা হলে তার নির্বাচনকে বিতর্কিত করা উচিত নয়। রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহারের অভিযোগও করেন তিনি।

সম্পর্কিত শব্দসমূহঃ

মন্তব্য করুনঃ

মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)

এই শাখা থেকে আরও পড়ুনঃ