শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

ঘরে ফিরছে বেলারুশ সীমান্তে আটকেপড়া ১৮৭০ ইরাকি

 

নভেম্বরের শুরু থেকে বেলারুশ-পোল্যান্ড সীমান্তে আটকেপড়া ১ হাজার ৮৭০ ইরাকি অভিবাসনপ্রত্যাশীকে ফিরিয়ে নিয়েছে দেশটির সরকার।

দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা রোববার পর্যন্ত বেলারুশের রাজধানী মিনস্ক থেকে তাদের বাগদাদে নিয়ে আসে।  

ইরাকি এয়ারওয়েজ বোরবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। সোমবারও বেলারুশ থেকে ইরাকি অভিবাসনপ্রত্যাশীদের দেশে ফেরত আনবে ইরাকি এয়ারওয়েজ।

মিনস্ক এয়ারপোর্টের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ইরাকি এয়ারওয়েজের একটি বোয়িং ৭৭০-৪৪০ বিমান অভিবাসনপ্রত্যাশীদের দেশে ফিরত আনার কাজ করছে। এই মডেলের প্লেনটিতে সাধারণত ৪১২টি সিট থাকে।

তীব্র শীতে মানবিক সাহায্যের অভাবে পোল্যান্ড-বেলারুশ সীমান্তে অভিবাসনপ্রত্যাশীরা মানবেতর জীবনযাপন করছেন। এখনও ইরাকসহ বিভিন্ন দেশের ৪ হাজার শরণার্থী ইউরোপে ঢুকার চেষ্টায় সীমান্তে হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রায় অপেক্ষা করছে। এ পর্যন্ত নারী ও শিশুসহ কমপক্ষে ১১ জন মারা গেছেন।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ পোল্যান্ড এসব অভিবাসনপ্রত্যাশীদের আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে। শীতের তীব্রতা বাড়ায় পরিস্থিতি খারাপ হওয়ায় বাকিদের নিরাপত্তা নিয়েও ঝুঁকি তৈরি হয়েছে।

তথ্য সূত্র: আনাদোলুর।

সম্পর্কিত শব্দসমূহঃ

মন্তব্য করুনঃ

মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)

এই শাখা থেকে আরও পড়ুনঃ