শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

সঙ্গীতজগতের অন্যতম বিশিষ্ট মুখ, আইকন যৌন আবেদনময়ী রিহানা 

 

 

বিশ্বের নবীনতম প্রজাতন্ত্রের শিরোপা অর্জনের সঙ্গে সঙ্গেই সেই ভূখণ্ডের প্রধানমন্ত্রীর প্রথম ঘোষণাটি দেশবাসীর অকুণ্ঠ প্রশংসা কুড়িয়ে নিল। তিনি এই দ্বীপের সব চেয়ে বিখ্যাত নাগরিকটিকে 'ন্যাশনাল হিরো' ঘোষণা করলেন। বার্বাডিয়ান সিঙ্গার রিহানা সে দেশের 'ন্যাশনাল হিরো' ঘোষিত হলেন। ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মিয়া মোটলে।

রিহানা এই মুহূর্তে সারা পৃথিবীর সঙ্গীতজগতের অন্যতম বিশিষ্ট মুখ, আইকন। রিহানা সম্বন্ধে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি তাঁর সৃজনশীলতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ দিয়ে তাঁর জন্মভূমিকে সমৃদ্ধ করেছেন। ফলত তিনি জাতির অহংকার।

 

একটা সময় রিহানা-পূর্বে তাঁর জন্মভূমিতে কিঞ্চিৎ বিড়ম্বনার শিকার হয়েছিলেন, তবে মার্কিন প্রোডিউসার ইভান রজার্স তাঁর প্রতিভার নতুন করে মূল্যায়ন করায় তিনি তাঁর হৃত ভাবমূর্তি উদ্ধার করতে সক্ষম হন। এই মুহূর্তে ম্যাডোনার চেয়েও তাঁর রোজগার বেশি।

মোটলে বলেন, রিহানাকে এই সম্মানের জন্য বেছে নেওয়ার কারণ সারা পৃথিবীকে একটা বার্তা দেওয়া!

প্রসঙ্গত এই অনুষ্ঠানে ওই দেশের আর এক জাতীয় হিরো কিংবদন্তি স্যার গ্যারফিল্ড সোবার্সও ছিলেন। তিনিও রিহানার এই সম্মানপ্রাপ্তিতে আনন্দিত হন।

 

সম্পর্কিত শব্দসমূহঃ

মন্তব্য করুনঃ

মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)

এই শাখা থেকে আরও পড়ুনঃ