বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

দেশে গণতন্ত্র বিকাশে সাম্প্রদায়িক শক্তি বড় বাধা -কাদের

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণতন্ত্র রক্ষায় দল মত নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ।

হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ রোববার ৫ ডিসেম্বর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কবরে শ্রদ্ধা জানিয়ে তিনি এ কথা বলেন । 

কাদের বলেন, দেশে গণতন্ত্র বিকাশে সাম্প্রদায়িক শক্তি বড় বাধা। অনেক আন্দোলন-সংগ্রামের মাধ্যমে অবরুদ্ধ গণতন্ত্র শৃঙ্খলামুক্ত হলেও গণতন্ত্র এখনও পুরোপুরি পরিপূর্ণতা পেয়েছে তা দাবি করা যায় না। গণতন্ত্রকে পরিপূর্ণতা দিতে হলে গণতন্ত্রের এই অভিযাত্রায় শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের ক্রমবিকাশমান ধারাকে পরিপূর্ণতা এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। '৭৫-এর পর যে সাম্প্রদায়িক অপশক্তি হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি করেছে ক্ষমতার মঞ্চে বসে, সেই অপশক্তির দোসররা এখনও বেঁচে আছে, তারাই বারবার বাধা সৃষ্টি করে চলেছে গণতন্ত্রের অভিযাত্রায়। এ জন্য গণতন্ত্র প্রিয় সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সারা জীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। গণতন্ত্রের লড়াই-সংগ্রামে তিনি ছিলেন আপসহীন নেতা। তার মৃত্যু নিয়ে এখনো রহস্য রয়ে গেছে বলেও জানান তিনি।

মন্তব্য করুনঃ

মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)

এই শাখা থেকে আরও পড়ুনঃ