শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

উন্নয়নকে নস্যাৎ করতে বিএনপি প্রস্তুত: আইনমন্ত্রী

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডকে নস্যাৎ করতে বিএনপি সব ধরণের প্রস্তুতি নিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে জনগণের সঙ্গে বিএনপির রাজনীতি করার ক্ষমতা নেই।  কিন্তু তাদের নাশকতা করার ক্ষমতা আছে। এরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড নস্যাৎ করতে সকল প্রকার প্রস্তুতি নিয়ে রেখেছে।’ 

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় আইনমন্ত্রী আনিসুল হক এমপি এসব কথা বলেন। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন মমতাময়ী মা। পরিবারের কেউ মারা গেলে আমাদের সংস্কৃতিতে একে অন্যের বাড়িতে গিয়ে সমবেদনা জানায়। বেগম জিয়ার সন্তান কোকো মারা যাওয়ায় মমতাময়ী শেখ হাসিনা গিয়েছিলেন তাঁকে সমবেদনা জানাতে। কিন্তু তিনি বাড়ির সমস্ত গেট বন্ধ করে দিয়ে শুধু প্রধানমন্ত্রীকেই অপমান করেননি, সারা দেশের মানুষকে অপমান করেছেন। আর এখন বলছে খালেদাকে বিদেশ নিয়ে যেতে হবে।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘নির্বাহী আদেশে বেগম জিয়ার সাজা স্থগিত করা হয়েছে। এ অবস্থায় তার চিকিৎসা চলছে। এখন বিএনপি নেতারা তাকে বিদেশে নিতে হবে বলছে। আইন ছাড়া সরকার কোনো কাজ করতে পারে না। নিস্পত্তির দরখাস্তের পুনর্বিবেচনা করা আইনের বিধানে নেই।  আমরা সহানুভূতি দেখিয়েছি বলেই খালেদা জিয়া মুক্ত রয়েছে।’

কসবা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আনিসুল হক বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে দল যেন কোনভাবে বিভক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী তারা কখনো ঐক্যের বাইরে কাজ করতে পারেনা। কেউ গণ্ডগোল করবেন না এবং কাঁদা ছোড়াছুড়ি করবেন না।’

এর আগে আইনমন্ত্রীর সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়র গোলাম হাক্কানী, যুগ্ম আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম ও রুহুল আমিন বকুল, আজিজুর রহমান ও সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েল।

মন্তব্য করুনঃ

মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)

এই শাখা থেকে আরও পড়ুনঃ