শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

বেলকুচিতে রান্ধুনীবাড়ী সা. প্রা. বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন

 

সিরাজগঞ্জ প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বেলকুচি  উপজেলার রান্ধুনীবাড়ী সা. প্রা. বিদ্যালয়ের নবনির্মিত  ভবনের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।  গত বৃহস্পতিবার  সকাল ১০ টায় বেলকুচি  উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধুনীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নবনির্মিত  ভবনের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি চৌহালি) আসনের জাতিয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।

উদ্বোধন শেষে রান্ধুনী বাড়ী কওমী  মাদ্রাসার ঈদগাহ  মাঠ প্রাঙ্গণে এক আলোচনা  সভায়  রান্ধুনী বাড়ী সা. প্রা. বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি  আলহাজ্ব রুহুল আমিন  মুন্টু এর সভাপতিত্বে  প্রধান  অতিথি বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি চৌহালি) আসনের জাতিয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামাণিক, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক সরকার, জেলা মহিলা আওয়ামী লীগে সাংগঠনিক  সম্পাদক ও সাবেক বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  সুলতানা  রাজিয়া মিলন, বেলকুচি থানা অফিসার ইনচার্জ  মো. গোলাম মোস্তফা প্রমূখ।  


এমপি আব্দুল মমিন মন্ডল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন দেশের উন্নয়ন তত বাড়বে। এই সরকারের সময়ে শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে যা অতীতে কখনো হয়নি। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। দেশে শতভাগ শিক্ষা নিশ্চিত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। পর্যাক্রমে উপজেলার সকল বিদ্যালয়ের ভবন আধুনিকায়ন করা হবে। তিনি আরও বলেন, রান্ধনীবাড়ী গ্রামবাসীর  দাবি ছিলো স্থায়ী বাঁধ নির্মাণ ।

ইনশাআল্লাহ খুব দ্রুত  স্থায়ী বাঁধ নির্মাণের যে কাজ সেটা আপনারা  দৃশ্যৃমান দেখতে পারবেন। এসময় বেলকুচি উপজেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান , সহকারী শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম, রান্ধুনী বাড়ী সা. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মো. ইসলাম  হোসেন, সহ শিক্ষক মো. বেল্লাল হোসেন, মো. শহিদুল ইসলাম, মো. খায়রুল কবির, রাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ আকন্দ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম  বদর তালুকদার, ১ নং ওয়ার্ডের সভাপতি  শফিকুল ইসলাম জোয়াদ্দার, সাধারণ সম্পাদক বাবু তালুকদার, সোহেল রানা সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।  

সম্পর্কিত শব্দসমূহঃ

মন্তব্য করুনঃ

মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)

এই শাখা থেকে আরও পড়ুনঃ