বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন

 
মুনাওয়ার রনি, রামপাল প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন  অনুষ্ঠিত হয়েছে । শনিবার (১৫ জানুয়ারী) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিরিবিচ্ছিন্ন ভাবে চলে এ ভোট গ্রহণ ।  এ নির্বাচনে ৭২৬ জন অভিভাবক ভোটারের ৫৬৮টি ভোট কাউন্ট হয় । তার মধ্যে ১২ টি ভোট বাতিল হয় । এ  ভোটের মাধ্যমে ৪ জন অভিভাবক সদস্য  নির্বাচিত হয়েছেন । তারা হলেন,  তারা হলেন- শেখ লতিফুর রহমান  ৪৪১ ভোট পেয়ে ১ম হয়েছেন, মনিরুজ্জামান ৩৭৩ ভোট পেয়ে ২য়,  হাওলাদার জুলফিকার আলী (ভূট্টো)  ২৯৬ ভোট পেয়ে ৩য় ও মোঃ ওমর ফারুক সেখ ২৬৯ ভোট পেয়ে ৪র্থ হয়েছন । সকাল থেকে অভিভাবকরা পছন্দের প্রার্থীকে ভোট দিতে আসেন । 
 
উপজেলার গুরুত্বপূর্ণ স্কুল হিসেবে  ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় পরিচিতি পাওয়ায় এ নির্বাচনকে ঘিরে ভোটারদের বাইরে সাধারণ মানুষেরও আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল  এই নির্বাচন । সাধারণ ভোটারদের বাইরেও স্থানিয়রা ভিড় জমান কেন্দ্রের বাইরে, চায়ের টেবিলে দিন ব্যাপী চলে তুমূল আলোচনা, কোন চারজন নির্বাচিত হবেন তা নিয়ে চলে চুলচেরা বিশ্লেষণ । সকল জল্পনাকে পেছনে ফেলে আসে ভোট গননার পালা, সূচারু ভাবে ভোট গননার পর প্রিজাইডিং অফিসার রামপাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউল হক বিকাল ৫ টায় ফলাফল প্রকাশ করে বিজয়ীদের অভিনন্দন জানান । এসময় উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, রামপাল থানার ওসি মোহাম্মদ শামসুদ্দীন, উজলকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী আখতারুজ্জামান, নব নির্বাচিত  চেয়ারম্যান মুন্সী বোরহানউদ্দিন জেড ও স্থানীয়রা ।

সম্পর্কিত শব্দসমূহঃ

মন্তব্য করুনঃ

মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)

এই শাখা থেকে আরও পড়ুনঃ