স্লুইসগেট
ট্যাগঃ স্লুইসগেট —এর ফলাফল

স্লুইসগেটে ভবদহের মানুষ স্থায়ী জলাবদ্ধতায় একাকার
প্রকাশঃ 29 December 2021
যশোরের অভয়নগর উপজেলাসহ ভবদহ অঞ্চলের ১০ লাখ মানুষের ভোগান্তির নাম স্লুইসগেট। তাদের সকল দূর্ভোগের উপলক্ষ অন্যতম কারণ হয়ে ভবদহের ২১ ভেন্ট স্লুইসগেট। এই স্লুুইসগেটের ২১ কপাটের মধ্যে ১৮টি পলির নিচে চাপা পড়ে অকেজো হয়ে পড়ে রয়েছে। ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা নেই বললেই চলে। অবিলম্বে বন্ধ হওয়া এসব কপাট খোলার পদক্ষেপ না নিলে ও নদী খননের কাজ শুরু না করলে ভবদহ এলাকায় ভয়াবহ স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।