শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

টেস্টে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয় ভারতে

 

মুম্বাই টেস্টে ভারত নিউজিল্যান্ডকে ৩৭২ রানের বড় ব্যবধানে হারিয়েছে । দেশটির ক্রিকেট ইতিহাসে এটি সবচেয়ে বড় ব্যবধানে জয়। বিপরীতে, রানের হিসেবে কিউদের এটি সবচেয়ে বাজে হার।

ভারতের দেয়া ৫৪০ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিনেই ৫ উইকেট হারায় কিউইরা। ১৪০ রানে চতুর্থ দিন শুরু করে। এদিন তারা স্কোর বোর্ডে জমা করতে পেরেছে মোটে ২৭ রান। রাচিন রবিন্দ্র, জেমিনসন, সাউদি, সামারভিলদের একাই ফেরান জয়ন্ত জাদব। আর উইকেটের একপ্রান্ত আগলে রাখা হেনরি নিকলস হন অশ্বিনের শিকার। ফলে ১৬৭ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

এ জয়ে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিলো ভারত। ১৫০ ও ৬২ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা মায়াঙ্ক আগারওয়াল। আর, ১৪ উইকেট নিয়ে সিরিজ সেরা অশ্বিন।

লাল বলের ক্রিকেটে এত রানের ব্যবধানে এর আগে কখনোই জেতেনি ভারত। এর আগে টেস্টে ভারতের সবচেয়ে বড় জয় ছিল ৩৩৭ রানের। ২০১৫ সালে দিল্লিতে দক্ষিণ আফ্রিকাকে সেবার হারিয়েছিল ভারত। সেই ম্যাচেও ভারতের অধিনায়ক ছিলেন বিরাট কোহলী। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ছিলেন হাসিম আমলা। প্রথম ইনিংসে ১২৭ রান এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১০০ রানের ইনিংসে খেলে ম্যাচের সেরা হয়েছিলেন অজিঙ্ক রহাণে। এবার ঘরের মাঠেই নিজেদের ছাড়িয়ে গেল কোহলিরা।

সম্পর্কিত শব্দসমূহঃ

মন্তব্য করুনঃ

মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)

এই শাখা থেকে আরও পড়ুনঃ