বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

দ্বিতীয় ইনিংস শেষে বাংলাদেশের সংগ্রহিত লিড ৬৪ রান

প্রথম ইনিংসে দ্বিতীয় দিনের খেলা শেষে ৭ উইকেট হারানো বাংলাদেশের সংগ্রহ ২৯১ রান এবং ৬৪ রানের লিড। মেহেদি হাসান মিরাজ ১৬(৩৭) ও তাইজুল ৫(১১) রানে অপরাজিত আছেন।

বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম অনিক- ১৬ চার ও এক ছয়ের সাহায্যে ১২০ রানের ইনিংস খেলেন। তার আগে এনামুল হক বিজয়ের সঙ্গে ১১৮ রানের ওপেনিং জুটি গড়েন সাদমান। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ বলে ৪০ রান করেন মুশফিকুর রহমান। মমিনুল হকের অবদান ৩৩ রান। এছাড়া ২৩ রান এনে দেন অধিনায়ক শান্ত। জিম্বাবুয়ের হয়ে বল হাতে সবচেয়ে সফল ভিনসেন্ট মাসেকেসে। ৪৪ রানে তার শিকার ৩ উইকেট।

স্কোরকার্ড

জিম্বাবুয়ে প্রথম ইনিংস

২২৭/১০ (৯০.১ ওভার)

উইলিয়ামস -৬৭(১৬৬)                                           তাইজুল   -৬/৬০

ওয়েলস       - ৫৪(১৩৩)                                           নাইম       -২/৪২

বাংলাদেশ প্রথম ইনিংস

২৯১/৭ (৮৭ ওভার);

সাদমান        -১২০(১৮১)                                         মাসেকেসে -৩/৪৪

মুশফিক        -৪০(৫৯) 

মন্তব্য করুনঃ

মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)

এই শাখা থেকে আরও পড়ুনঃ