বুধবার, ০৮ মে ২০২৪

বাগেরহাটে ৪ মাদ্রাসাছাত্র নিহত

ট্রাকের চালককে গ্রেপ্তারের দাবীতে ফকিরহাটের আলহেরা আলীম মাদ্রাসার ৫শতাধীক শিক্ষার্থীদের মানববন্ধন

 

 

চুলকাটি অফিস।

বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত চার মাদ্রাসা শিক্ষার্থীর সহপাঠিরা ঘাতক ডাম্পার-ট্রাকের চালক ও হেলপারকে দ্রুত গ্রেফতারের দাবীতে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে টাউন নওয়াপাড়ার আলহেরা আলীম মাদ্রাসার ৫শতাধীক শিক্ষার্থী সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী বাগেরহাট-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া বাজার এলাকায় এই মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম, উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোমতাজুল ইসলাম, সহকারী শিক্ষক হাওলাদার আব্দুল হাকিম, মাওলানা নাসির উদ্দিন, ছাত্র হাফেজ মো. আবু বক্কর ও হাফেজ মো. হাবিবুল্লাহ প্রমুখ। বক্তারা ঘাতক ডাম্পার ট্রাকের চালক ও হেলপার-কে দ্রুত গ্রেফতারের জোর দাবী জানান। এ মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে মাদ্রাসার ৫শতাধীক শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকেরা অংশ গ্রহন করেন। 
উল্লেখ্য খুলনার আলীয়া মাদ্রাসায় আন্তজার্তিক ক্বেরাত সম্মেলনে অংশ গ্রহন করে গত শনিবার গভীর রাতে বাড়ী ফেরার পথে টাউন নওয়াপাড়ার আলফা এগ্রো এক্রোসরীজ এর সামনে আসলে সিএনজিতে থাকা চার শিক্ষার্থীকে ঘাতক ডাম্পার ট্রাক চাপা দিলে ঘটনা স্থলেই হাফেজ আব্দুল্লাহ মাহমুদ, আঃ গফুর, সালাহ উদ্দিন ও হাফেজ সাকিব হাসান নিহত হয়। এব্যাপারে কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ আলীর সাথে আলাপ করা হলে তিনি বলেন, এ ঘটনায় ভুক্তভোগীদের কেউ এখনো পর্যন্ত কোন মামলা করেনি। আর আমরাও ডাম্পার ট্রাকটি সনাক্ত করতে পারিনি। তবে আটকের জোর চেষ্টা চলছে। 

সম্পর্কিত শব্দসমূহঃ

মন্তব্য করুনঃ

মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)

এই শাখা থেকে আরও পড়ুনঃ