ফিরোজায় পৌঁছালেন বেগম খালেদা জিয়া

চিকিৎসা শেষে বহু প্রতীক্ষার অবসান, গুলশানে ফিরে এলেন বিএনপি চেয়ারপারসন
বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে যুক্তরাজ্যে চিকিৎসা শেষে নিজ বাসভবন গুলশানের ফিরোজায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার দুপুর ১টা ২৫ মিনিটে তিনি বাসভবনে প্রবেশ করেন।
এর আগে সকাল ১১টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার গাড়িবহর যাত্রা শুরু করে। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পথে নেতাকর্মীরা ব্যানার, প্ল্যাকার্ড, ফুল এবং খালেদা জিয়ার ছবি সম্বলিত টি-শার্ট পরে স্লোগানে স্লোগানে তাকে অভ্যর্থনা জানান। তারা ‘খালেদা জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগানে রাজধানীর বিভিন্ন সড়ক প্রকম্পিত করে তোলে।
ফিরোজায় পৌঁছানোর আগেই সকাল থেকে শত শত নেতাকর্মী সেখানে জড়ো হন। জনসমাগম ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।
উল্লেখ্য, উন্নত চিকিৎসার উদ্দেশ্যে খালেদা জিয়া গত ৭ জানুয়ারি দেশ ত্যাগ করে ৮ জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছান। লন্ডনের একটি বিশেষায়িত ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি বড় ছেলে তারেক রহমানের বাসভবনে স্থানান্তরিত হন এবং ২৫ জানুয়ারি থেকে সেখানে অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করেন।
খালেদা জিয়ার এই প্রত্যাবর্তন তার রাজনৈতিক সক্রিয়তা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে নতুন করে জল্পনা তৈরি করেছে।
মন্তব্য করুনঃ
মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)