ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে শিশুসহ ৮ জন নিহত, আহত ৩৫

ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের অন্তত নয়টি স্থানে বিস্ফোরণ ঘটেছে। এতে এখন পর্যন্ত শিশুসহ ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
মঙ্গলবার দিবাগত রাত ১টার পর পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ এবং মুজাফফারাবাদসহ বিভিন্ন স্থানে হামলাগুলো চালানো হয়। আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী একে ভারতের কাপুরুষোচিত আক্রমণ হিসেবে উল্লেখ করেছেন এবং দাবি করেছেন, পাকিস্তান এর পাল্টা আক্রমণ শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাওয়ালপুরের আহমেদপুরে একটি মসজিদে হামলা চালানো হয়। এতে এক শিশু নিহত এবং ১২ জন আহত হয়েছে। পাশের একটি বাড়িতে আটকে পড়েছে একটি পরিবার। কোটলিতে দুইজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন; সেখানেও একটি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। মুজাফ্ফরাবাদে একটি সড়কে ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও, তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো জানা যায়নি।।
আইএসপিআরের মহাপরিচালক আরও জানিয়েছেন, এখন পর্যন্ত দুইজন পাকিস্তানি নিখোঁজ রয়েছেন এবং পাকিস্তানি বাহিনী স্থল ও আকাশপথে পাল্টা হামলা শুরু করেছে।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অপারেশন সিন্দুর অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থানে টার্গেটেড হামলা চালানো হয়েছে। ভারতের দাবি, এই হামলা কেবলমাত্র সন্ত্রাসী ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে এবং কোনো সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়নি।
মন্তব্য করুনঃ
মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)