শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

ফেনীতে মুজিব শতবর্ষে দাবালীগের ফাইনালে আবাহনী ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন

 
ফেনী প্রতিনিধি : ফেনীতে মুজিব শতবর্ষ উপলক্ষে দাবালীগের ফাইনাল খেলায় এন. আমিন ক্রীড়া চক্রকে ৯-৮ পয়েন্টে হারিয়ে আবাহনী ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেশিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু সেলিম মাহমুদ-উল হাসান।
 
ফেনী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, ফেনী পৌরসভা মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ বদরুল আলম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কল) থোয়াই অং প্রু মারমা, ছাগলনাইয়া পৌরসভার মেয়র মোহাম্মদ মোস্তফা, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।
 
ফেনী জেলা ক্রীড়া সংস্থা দাবা উপ-কমিটির আহ্বায়ক বাহার উদ্দিন বাহারের সভাপতিত্বে ও সদস্য তৌহিদুল ইসলাম তুহিনের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপন।
 
এসময় ফেনী জেলা ক্রীড়া সংস্থা ও দাবা উপ-কমিটির নেতৃবৃন্দ এবং খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
 
প্রসঙ্গত; দাবালীগে ফেনীর ১৪টি দল অংশগ্রহণ করে। প্রতি টিমে দুইজন করে রেটিং প্লেয়ার ও বাকী দুইজন স্থানীয় খেলোয়াড় ছিলো। ফাইনাল খেলায় রামপুর বয়েজ ক্লাবকে হারিয়ে আবাহনী ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হয়েছে। 

মন্তব্য করুনঃ

মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)

এই শাখা থেকে আরও পড়ুনঃ