রামপালে জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শেখ আঃ জলিলের ইন্তেকাল

রামপাল প্রতিনিধি: বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ওয়ান ও সাবেক রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ আঃ জলিল প্রয়াত হয়েছেন ৷ সোমবার (২৭ ডিসেম্বর) সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয় ৷ সেখানে সকাল ৯ টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর ৷ তিনি উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ সাদীর পিতা ৷ তার মৃত্যুতে সর্ব মহলে শোক বিরাজ করছে ।
পারিবারিক সূত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে তিনি হৃদযন্ত্রের সমস্যায় ভূগছিলেন ৷ বিকাল ৪ টায় কোর্ট মসজিদ প্রাঙ্গনে তার জানাযা শেষে গার্ড অব অনারের মাধ্যমে তাঁকে দাফন করা হয় ৷
তার মৃত্যুতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ৷ তার মৃত্যুর খবর শুনে শেষবারের মতো দেখার জন্য বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বাড়িতে ছুটে আসেন । বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে সকল উপজেলায় ৩ দিনের শোক পালন করার ঘোষনা দেয়া হয়েছে ৷ এর মধ্যে সকল উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে কালো ব্যাজ ধারন, কালো পতাকা উত্তোলন ও তার স্মৃতিচারণ করা হবে ৷
বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল জলিল ১৯৪৮ সালের পহেলা নভেম্বর বাগেরহাটের রামপাল উপজেলার চিত্রা গ্রামে জন্মগ্রহণ করেন, পরবর্তীতে তিনি রামপাল সদরে স্থায়ী হন । ১৯৬৩ সালে বর্ণি ছায়রাবাদ মাধ্যমিক বিদ্যালয় থেকে সাধারণ বিভাগে মেট্রিক, ১৯৬৫ সালে খুলনা বিএল কলেজ থেকে এইচএসসি এবং ১৯৬৭ সালে বাগেরহাট পিসি কলেজ থেকে বিএ পাস করেন ।
মহান মুক্তিযুদ্ধে তাঁর অসিম অবদান রয়েছে, ১৯৬৯ সালে আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনীর রামপাল মোংলার প্রধান হয়ে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তোলেন, ১৯৭০ সালে মুক্তিযোদ্ধা সংগ্রাম কমিটির রামপাল উপজেলার সদস্য ছিলেন । তারপর তিনি মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ লিবারেশন ফোর্স মুজিব বাহিনীর রামপাল মংলা এলাকার কমান্ডার ছিলেন। দেশ স্বাধীনের পর তিনি রামপাল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছিলেন ও বর্তমানে তিনি বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ওয়ান , সিডিপি'র উপদেষ্টা, গতি'র চেয়ারম্যান এবং আমাদের গ্রাম প্রকল্পের পরিচালনা পরিষদের সদস্য ছিলেন ।
মন্তব্য করুনঃ
মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)