শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

লঞ্চে আগুনে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

 

যাত্রীবাহী লঞ্চ এমভি অভিযান-১০ এ আগুনে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বর্তমানে মালদ্বীপ সফররত শেখ হাসিনা এক শোকবার্তায় নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন। শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শুক্রবার ২৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার রাত ৩টার দিকে এমভি অভিযান-১০ নামে লঞ্চে এ আগুন লাগে। এ সময় বেশিরভাগ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল লঞ্চটি।

রাত তিনটার দিকে ঝালকাঠির দিয়াকুল এলাকায় লঞ্চের ইঞ্জিনরুমে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে যায় পুরো লঞ্চে। প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন অনেকে। কোনো রকমে লঞ্চটি তীরে ভেড়ান মাস্টার। আহতদের উদ্ধার ঝালকাঠি সদর ও রবিশাল শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় পৃথক তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ।

মন্তব্য করুনঃ

মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)

এই শাখা থেকে আরও পড়ুনঃ