শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

শেষ বলে ছক্কা, ম্যাচ জেতালেন ভারস্ট্যাপেন

 

ফর্মুলা ওয়ান তারকার নাটকীয় রেস জিতে বিশ্বচ্যাম্পিয়ন হওয়াকে ক্রিকেটের পরিভাষায় বর্ণনা করেন রোহিত শর্মা।

মরশুমের শেষ রেসের একেবারে শেষ ল্যাপে এসে হ্যামিল্টনকে টপকে ফর্মুলা ওয়ানের নতুন বিশ্বচ্যাম্পিয়ন হলেন রেড বুলের ম্যাক্স ভারস্ট্যাপেন। শেষ ল্যাপে পিছিয়ে না পড়লে ফের বিশ্বচ্যাম্পিয়ন হতেন মার্সিডিজের লুইস হ্যামিল্টন।

আবু ধাবি গ্রাঁ-প্রি'র এমন নাটকীয় শেষ ল্যাপে চালকদের বিশ্বচ্যাম্পিয়ন নির্ধারণের বিষয়টিকে ক্রিকেটের পরিভাষায় বর্ণনা করলেন রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার সীমিত ওভারের ক্যাপ্টেন সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেন যে, শেষ বলে জয়ের জন্য ৬ রান দরকার ছিল। ম্যাক্স ভারস্ট্যাপেন ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেন। এমন রুদ্ধশ্বাস রেস দেখে রোহিত টুইট করেন, ‘১ বলে ৬ দরকার। অনুমান করুন কী হল, ম্যাক্স ভারস্ট্যাপেন ছক্কা মেরে দেয়। অবিশ্বাস্য জয়।’

সচিন তেন্ডুলকরকেও এমন দুরন্ত রেসের পর আপ্লুত দেখায়। তেন্ডুলকর যদিও এক্ষেত্রে হ্যামিল্টনের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। মাস্টার ব্লাস্টার দাবি করেন, সেফটি কারের জন্যই এবার হ্যামিল্টনের চ্যাম্পিয়নশিপ জেতা হল না।

সচিন টুইট করেন, ‘কী অসাধারণ রেস! প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য ম্যাক্সকে অভিনন্দন। নিশ্চিত আরও খেতাব আসেব। যাই হোক, লুইসের জন্য খারাপ লাগছে। ওর মরশুমটাও দারুণ কাটল। সেফটি কার না থাকলে ট্রফিটা ওর হাতেই উঠত। নিছক দুর্ভাগ্য। পরের মরশুমের জন্য শুভকামনা রইল।’

মন্তব্য করুনঃ

মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)

এই শাখা থেকে আরও পড়ুনঃ