শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

সারাদেশে ৫৯৯ থানার কার্যক্রম শুরু

 

দেশের ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯ টির কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে মেট্রোপলিটন এলাকার ১১০টি থানার মধ্যে ৯৭টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫০২ টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার (১১ আগস্ট) বিকাল ৩ টা পর্যন্ত সারাদেশের সর্বমোট ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে। মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ৯৭টি এবং জেলা পর্যায়ে ৫২৯টি থানার মধ্যে ৫০২টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

প্রবল গণআন্দোলনের মুখে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়া পরই রাজধানীসহ দেশের বেশির ভাগ থানায় হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জীবন বাঁচাতে আত্মগোপনে চলে যান পুলিশ সদস্যরা। এতে করে স্থবির হয়ে পড়ে থানা-পুলিশের কার্যক্রম। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফের স্বাভাবিক হতে শুরু হয়েছে মানুষের নিরাপত্তায় নিয়োজিত এই বাহিনীর কার্যক্রম।

এদিকে রবিবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত বলেছেন, আমরা আলোচনা করে একটা নির্দিষ্ট তারিখ দিয়ে দিব। ওই তারিখের মধ্যে পুলিশ সদস্যরা কাজে না ফিরলে তাদের পলাতক ঘোষণা করা হবে।

সম্পর্কিত শব্দসমূহঃ

মন্তব্য করুনঃ

মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)

এই শাখা থেকে আরও পড়ুনঃ