শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

হত্যাকাণ্ডের মূলহোতা যাবজ্জীবন প্রাপ্ত অমিত সাহার ফাঁসির দাবি

 

আবরার ফাহাদ হত্যা মামলার রায়ে বাবা সন্তুষ্টি প্রকাশ করলেও খুশি হতে পারেননি মা রোকেয়া খাতুন। তিনি বলেন, হত্যাকাণ্ডের মূলহোতা অমিত সাহার মৃত্যুদণ্ডের দাবিতে আপিল করা হবে।

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- বুয়েট’ এর তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের ফাঁসি এবং ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করেছে ভাই আবরার ফায়াজও ।তবে যে ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তাদের ফাঁসি চান আবরারের মা। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, বিশেষ করে হত্যায় সক্রিয়ভাবে জড়িত ছিলো অমিত সাহা। তার ফাঁসি হওয়া দরকার। রায় ঘোষণার পর কুষ্টিয়ার পিটিআই রোডের বাসায় সংবাদিকদের সামনে কথা বলেন তারা। ২০১৯ সালে ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী এক নেতার কক্ষে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করে আবরারকে।

সম্পর্কিত শব্দসমূহঃ

মন্তব্য করুনঃ

মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)

এই শাখা থেকে আরও পড়ুনঃ