শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

দলের খেলায় ক্ষুব্ধ হাবাস

 

প্রথম দুই ম্যাচে সাত গোল দিয়ে জয়। তার মধ্যে একটি ডার্বি। কিন্তু তার পরেই হঠাৎ ছন্দ পতন। পর পর দুটি ম্যাচে হার। এটিকে মোহনবাগান কোচ আন্তোনিও লোপেস হাবাস এখন হতাশা ঝেড়ে ফেলেছেন। এখন তিনি অত্যন্ত ক্ষুব্ধ। মেনে নিলেন দল খুব খারাপ খেলছে।

সোমবার জামশেদপুর এফসি-র কাছে ১-২ গোলে হারার পর সাংবাদিক সম্মেলনে হাবাস বলেন, ‘‘আমাদের সার্বিক ভাবে উন্নতি করতে হবে। আমরা দুর্দান্ত ফুটবল খেলতে পারছি না এখন। প্রথম দুই ম্যাচে দল ভাল খেলেছিল। তৃতীয় ম্যাচ থেকে আমাদের কাছে একটাও ভাল মুহূর্ত আসেনি।’’

কেন হঠাৎ এতটা খারাপ খেলছে দল, এর জবাবে হাবাস পরিষ্কার করে কিছু বলেননি, ‘‘অনেকগুলো ব্যাপার আমাদের ফলে প্রভাব ফেলেছে। মাঝে মাঝে পরিস্থিতি খুব কঠিন হয়ে গিয়েছে।’’

জামশেদপুরের বিরুদ্ধে রক্ষণে আশুতোষ মেহতাকে শুরু থেকে খেলিয়েছেন হাবাস। প্রথম চার ম্যাচে ঘুরিয়ে ফিরিয়ে তিনি অনেককে খেলিয়েছেন। কিন্তু সেরা এগারো এখনও খুঁজে পাননি, সে কথা স্বীকার করে নিলেন। বলেন, ‘‘মনে হয় না আমাদের সেরা একাদশ এখনও পাওয়া গিয়েছে।’’

আগের ম্যাচে হারার পরে হাবাস যা বলেছিলেন, গত সোমবারও একই কথা বলেন। তাঁর বক্তব্য, ‘‘গত দুটো ম্যাচ নিয়ে ভেবে আর লাভ নেই। এখন পরের ম্যাচের দিকে তাকানোই ভাল। পরের ম্যাচগুলোতে আমাদের অনেক উন্নতি করতে হবে।’’

হেরে গেলেও জামশেদপুর এফসি-কে খুব বেশি নম্বর দিতে চান না তিনি। বলেন, ‘‘ওদের পারফরম্যান্স সে রকম কিছুই না। ওরা দ্বিতীয়ার্ধে একটাই গোলের সুযোগ পেয়েছে এবং সেটা থেকে গোল করেছে। সব মিলিয়ে দুটো সুযোগ পেয়ে দুটোই কাজে লাগিয়েছে। তবে অজুহাত দেব না।’’

 

সম্পর্কিত শব্দসমূহঃ

মন্তব্য করুনঃ

মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)

এই শাখা থেকে আরও পড়ুনঃ