অবিলম্বে ভারত-পাকিস্তান সংঘাত বন্ধের আহ্বান: ট্রাম্প

২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার পরিপ্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবিলম্বে এই সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।
৭ মে হোয়াইট হাউসে বক্তৃতাকালে ট্রাম্প বলেন, ভারত ও পাকিস্তান উভয়ের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে এবং দুই দেশের বিরোধ নিরসনে প্রয়োজনে মধ্যস্থতা বা সহায়তা করতেও প্রস্তুত তিনি।
ট্রাম্প আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতি সত্যিই অত্যন্ত উদ্বেগজনক ও ভয়াবহ। আমি উভয় দেশকে ভালোভাবে চিনি এবং উভয়ের সঙ্গেই আমার সুসম্পর্ক আছে। আমি চাই তারা নিজেরাই শান্তিপূর্ণভাবে এই বিরোধের অবসান ঘটাক এবং থেমে থাক।’
মন্তব্য করুনঃ
মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)