বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

বাংলাদেশ–ভারত সম্পর্ক

দীর্ঘস্থায়ী সম্পর্কে জোর ভারতীয় হাইকমিশনারের, সমতা প্রতিষ্ঠার তাগিদ উপদেষ্টার

ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেছেন। শনিবার সন্ধ্যার রাজধানীর একটি হোটেলে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ দুই দেশের সম্পর্কে ‘সমতা’ প্রতিষ্ঠার তাগিদ দেন। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান–পরবর্তী বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপড়েনের মধ্যে উভয়ের তরফে এমন ইতিবাচক বক্তব্য এল।

অনুষ্ঠানের সূচনা বক্তব্যে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ককে অত্যন্ত গুরুত্বসহকারে দেখি। বাংলাদেশের জনগণের আগামীর পথযাত্রার সাফল্য কামনা করে ভারত।’

উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বাংলাদেশ ন্যায্যতা ও সমতার ভিত্তিতে ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক অগ্রাধিকার, স্পর্শকাতরতা ও পরিপ্রেক্ষিত বিবেচনায় রেখে সম্পর্ক জোরদার করতে অঙ্গীকারবদ্ধ। দুই দেশের জনগণের কল্যাণে পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। এ সময় উপদেষ্টা ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে ভারতের জনগণ ও দেশটির সরকারের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন।

ছাত্র-জনতার অভ্যুত্থান এবং বাংলাদেশের শাসনক্ষমতায় পরিবর্তন প্রসঙ্গে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, নতুন বাস্তবতায় সরকার অন্তর্ভুক্তিমূলক ও বহুত্ববাদী গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে মানুষ যাতে তার আকাঙ্ক্ষার অবাধ, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে পারে, এমন একটি পরিবেশ সৃষ্টি করতে প্রতিশ্রুতিবদ্ধ। 

রাজধানীর এক হোটেলে ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদ্‌যাপন উপলক্ষে শনিবার সন্ধ্যায় অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করে ঢাকায় ভারতীয়  হাইকমিশন। অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা, সামরিক-বেসামরিক আমলা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নাগরিক সমাজের প্রাতনিধি, দেশি-বিদেশি কূটনীতিক, ব্যবসায়ী, গণমাধ্যম, শিক্ষা-সংস্কৃতি ও ধর্মীয় ব্যক্তিত্বসহ বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা ওই অনুষ্ঠানে যোগ দেন।

 

মন্তব্য করুনঃ

মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)

এই শাখা থেকে আরও পড়ুনঃ