ব্রিটেনের কারাগারে জুলিয়ান অ্যাসাঞ্জের স্ট্রোক
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বেলমার্শ কারাগারে স্ট্রোক করেছেন। ২০১৯ সাল থেকে তিনি সেখানে আছেন। স্থানীয় সময় গতকাল রোববার ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
অ্যাসাঞ্জের বাগদত্তা স্টেলা মরিসকে উদ্ধৃত করে ডেইলি মেইল এ সংবাদ প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে চলতি বছরের ২৭ অক্টোবর। হাইকোর্টে অ্যাসাঞ্জের ভিডিও উপস্থিতির সময় এটি ঘটে।
স্টেলা মরিসের ধারণা, অ্যাসাঞ্জের স্ট্রোক মানসিক চাপের কারণে হয়েছে। তার বিরুদ্ধে চলমান মার্কিন আদালতের পদক্ষেপের কারণে এবং তার স্বাস্থ্য সামগ্রিকভাবে নেতিয়ে পড়ার কারণে স্ট্রোক হয়েছে।
তিনি আরো বলেন, স্ট্রোক জুলিয়ান অ্যাসাঞ্জকে প্রভাবিত করেছে। তার চোখ কিছুটা অন্যরকম হয়ে গেছে। তার ডান চোখের পাতা বন্ধ হচ্ছে না এবং স্মৃতিশক্তি কমে গেছে।
জুলিয়ান অ্যাসাঞ্জের এমআরটি স্ক্যান করা হয়েছে। বর্তমানে তিনি অ্যান্টি-স্ট্রোক ওষুধ খাচ্ছেন। অ্যাসাঞ্জের ব্যাপারে কোনো রকমের মন্তব্য করা থেকে বিরত থেকেছে ব্রিটেনের বিচার বিভাগ।
সূত্র: টাস, রাশিয়ান নিউজ অ্যাজেন্সি।
মন্তব্য করুনঃ
মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)