রাশিয়া ও চীনকে সতর্ক করলো ব্রিটেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সতর্ক করে ব্রিটেন বলেছে, একনায়কত্বের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে পশ্চিমা দেশগুলো এক কাতারে দাঁড়াবে।
শুক্রবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এ মন্তব্য করেন। খবর এনডিটিভির।
পশ্চিমা নেতারা বলছেন, একুশ শতক গণতন্ত্র এবং তার বিরোধীদের মধ্যে সংঘাতের কাল হিসেবে সংজ্ঞায়িত হবে। রাশিয়া ও চীনকে এখানে বিরোধী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অস্ট্রেলিয়ার সিডনিতে লওয়ি ইনস্টিটিউটে লিজ ট্রাস বলেন, বৈশ্বিক হুমকির জবাব একজোট হয়েই দেবে পশ্চিমা দেশগুলো।
তিনি বলেন, ‘বৈশ্বিক আগ্রাসীরা এমনভাবে সাহসী হয়ে উঠছে যে, শীতল যুদ্ধের (স্নায়ুযুদ্ধ) পর এমনটা আর দেখা যায়নি।’
তিনি বলেন, ‘তারা বিশ্বের কাছে একনায়কত্ব সেবা হিসেবে বিক্রি করছে। এ কারণে বেলারুশ, উত্তর কোরিয়া, মিয়ানমারের শাসকরা মস্কো ও বেইজিংকে তাদের ঘনিষ্ট মিত্র হিসেবে পাচ্ছেন।’
লিজ ট্রাস ‘বৈশ্বিক এসব আগ্রাসী’দের মোকাবেলা করতে অস্ট্রেলিয়া, ইসরায়েল, ভারত, জাপান ও ইন্দোনেশিয়ার মতো মিত্র দেশগুলোর সঙ্গে কাজ করতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানান।
মন্তব্য করুনঃ
মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)