বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

সংসারে ইতি টানার ঘোষণা দিলেন অর্ণব

গায়িকা বাঁধন সরকার পূজার এক গানের মডেল হয়েছিলেন অর্ণব অন্তু। সেই কাজের সুবাদে বন্ধুত্ব ও প্রেম। যার জের ধরে ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন তারা। চার বছরেরও বেশি সময়ের সংসার। সবাই তাদের সুখী দম্পতি ভাবতো। হঠাৎ এই দাম্পত্যের ইতি টানার ঘোষণা দিলেন অন্তু।
তিনি গতকাল শুক্রবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘মহানের কাছে সুস্থ এবং সুন্দর জীবনের কামনা করে, আমাদের সাংসারিক যাত্রা, আমার পক্ষ থেকে এখানেই ইতি টানলাম। ভালো থেকো।’

এই স্ট্যাটাসে পূজাকে ট্যাগও দিয়েছেন অন্তু। তবে এই মধ্যরাতে অন্তু বা পূজা কারও সঙ্গেই যোগাযোগ করে সাড়া মেলেনি। ‘সেরা কণ্ঠ’ প্রতিযোগিতা দিয়ে গানের ক্যারিয়ার শুরু করেন পূজা। এখনো নিয়মিত গান করে যাচ্ছেন তিনি।

 

সম্পর্কিত শব্দসমূহঃ

মন্তব্য করুনঃ

মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)

এই শাখা থেকে আরও পড়ুনঃ