শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

সমাবেশের আগেই হাতাহাতি-মারামারিতে ছাত্রদল

 

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সেদিন নিজেদের মধ্যে দ্বন্দ্ব ও গ্রুপিংয়ের জেরে সমাবেশ শুরুর আগেই হাতাহাতি-মারামারিতে লিপ্ত হন বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের নেতাকর্মীরা। এক পর্যায়ে তা ভয়ংকর রূপ ধারণ করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সমাবেশের আয়োজন করছিল ছাত্রদল। গতকাল শনিবার সকাল ১০টায় এ সমাবেশ শুরুর কথা থাকলেও দলীয় পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে সকাল ৮টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হতে থাকেন। 

একপর্যায়ে সেখানে তারা নিজেদের মধ্যে প্রথমে বসা নিয়ে বাকবিতণ্ডা ও পরে হাতাহাতি-মারামারিতে লিপ্ত হন। এতে প্রেসক্লাব এলাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে, সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।

মূলত সকাল ৯টার পর থেকেই প্রেসক্লাবের সামনে বিশৃঙ্খলা বাড়তে থাকে। ছাত্রদলের নেতাকর্মীরা নিজেরাই নিজেদের মধ্যে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ধীরে ধীরে এটি হাতাহাতি-মারামারিতে গিয়ে ঠেকে। একপর্যায়ে দলের শীর্ষ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মন্তব্য করুনঃ

মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)

এই শাখা থেকে আরও পড়ুনঃ