শনিবার, ০৩ মে ২০২৫

নাহিদ ইসলাম: আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি রাজনৈতিক রায় দিয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে দলটির রাজনীতি করার নৈতিক ভিত্তি আর নেই।

শুক্রবার (২ মে ২০২৫) জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত জনগণই নেয়। এই সিদ্ধান্ত গ্রহণের দুটি পথ রয়েছে—একটি নির্বাচন, অন্যটি রাজপথে অবস্থান জানান দিয়ে। ৫ আগস্টে তা হয়েছে।

তিনি বলেন, ওই দিনে দেশে একটি গণঅভ্যুত্থান হয়েছে, যেখানে জনগণ মুজিববাদ ও আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে।
জনরোষে পড়ে দলটির অনেক নেতা দেশত্যাগ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

নাহিদ ইসলাম আরও বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগ তার নৈতিক ভিত্তি হারিয়েছে। এখন বিষয়টি আইনি ও সাংগঠনিকভাবে নিষ্পত্তির দিকে এগোতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল করা উচিত। পাশাপাশি তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, সংস্কার, নির্বাচন ও আওয়ামী লীগের বিচার—এই তিনটি বিষয় এখন সামনে রয়েছে। এগুলো পরস্পরের পরিপন্থী নয় বরং একসাথে গণতান্ত্রিক রূপান্তরের পথ তৈরি করতে পারে।


সংস্কার প্রসঙ্গে তিনি উল্লেখ করে বলেন, সকল রাজনৈতিক দল এখন সংস্কারের কথা বলছে। আমাদের একটি মৌলিক সংস্কারের প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে, যার মাধ্যমে শাসনব্যবস্থা এবং ক্ষমতা হস্তান্তরের কাঠামো তৈরি করা সম্ভব। এটি না হলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে না।

 
 

মন্তব্য করুনঃ

মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)

এই শাখা থেকে আরও পড়ুনঃ