অপ্রয়োজনীয় সংস্কার বাদ দিয়ে কার্যকর সংস্কার গ্রহণ করুন: হাসনাত আব্দুল্লাহ

হেফাজতে ইসলামের উদ্যোগে ৩ এপ্রিল ২০২৫, শনিবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি ২০১৩ সালের শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের শহীদদের তালিকা জাতির সামনে প্রকাশের দাবি জানান। পাশাপাশি, তিনি স্পষ্টভাবে জানান যে, শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলতে থাকবে।
সমাবেশে নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা ট্রাজেডির বিচার এবং আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত গণহত্যাগুলোর বিচারসহ চার দফা দাবি উত্থাপন করা হয়।
হাসনাত আব্দুল্লাহ বলেন, "আওয়ামী লীগ মারা গেছে বাংলাদেশে এবং তার জানাজা হয়েছে দিল্লিতে। শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে এই দল আর কখনো বাংলাদেশে ফিরে আসতে পারবে না। তিনি দাবি করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বাংলাদেশের জন্য সর্ববৃহৎ সংস্কার, এবং এই নিষিদ্ধকরণ অবশ্যম্ভাবী।"
তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, "আট মাস পেরিয়ে গেলেও কেউ কেউ মনে করিয়ে দেন যে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। তবে তারা ভুলে যাচ্ছেন যে, আওয়ামী লীগ আর বাংলাদেশে কোনো জায়গা পাবেনা।" ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, "ক্ষমতার শীর্ষে তাকেই বসানো হয়েছিল, এটি ভুলে যাবেন না।"
হাসনাত আব্দুল্লাহ আরও জানান, "৫ আগস্ট জনতা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পুনর্বাসনের বিরুদ্ধে লাল কার্ড দেখিয়েছে। আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছি, এ ভূখণ্ডে আওয়ামী লীগের পুনর্বাসন হবে না। যারা বায়তুল মোকাররমের সামনে আমাদের দাঁড়িওয়ালা, টুপিওয়ালা ভাইদের রাস্তায় নামিয়ে এনেছিল, তাদের এ দেশে কোনো জায়গা হবে না।"
শেষে তিনি বলেন, "আওয়ামী লীগ আসলে কোনো রাজনৈতিক দল নয়, বরং এটি একটি সন্ত্রাসী সংগঠন। এই সংগঠনকে নিষিদ্ধ করার মধ্য দিয়েই জাতিকে সংস্কারের পথে এগিয়ে নিতে হবে।"
নারী সংস্কার কমিশন প্রসঙ্গে, তিনি আলেম-ওলামাদের উদ্বেগ বিবেচনায় নিয়ে ড. ইউনূসকে আহ্বান জানান, "অপ্রয়োজনীয় সংস্কার বাদ দিয়ে এমন কার্যকর সংস্কার গ্রহণ করুন, যা নারীদের অধিকার ও সম্মান নিশ্চিত করবে।"
মন্তব্য করুনঃ
মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)