বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

সুখবর পেলেন তামিম-মিরাজ

 

য়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতেই পেলেন মেহেদী হাসান মিরাজ। 

গত রোববার ক্যারিবিয়ানদের ১৪৯ রানে থামিয়ে দেওয়ার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অফ স্পিনরার মিরাজ। ৩৬ রানে ৩ উইকেট শিকার করে বোলারদের র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে এখন ষষ্ঠ স্থানে আছেন তিনি। বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই সবার ওপরে।

উইন্ডিজের বিপক্ষে ৬ উইকেটে জয়ের ম্যাচে ২৫ বলে এক ছক্কা ও ৪টি চারের সাহায্যে ৩৩ রানের ইনিংস খেলে তামিম। আইসিসি র‌্যাংকিংয়ে বাঁহাতি এই ওপেনারের অবস্থান এখন ১৯তম।

গত সপ্তাহের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বুধবার র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি।

ক্যারিবীয়দের বিপক্ষে ওই ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের (৩৪ রানে ৪ উইকেট) সেরা বোলিং উপহার দেওয়া তরুণ পেসার শরিফুল ইসলাম ঢুকতে পারেননি তালিকার সেরা একশতে।

তবে চলতি এই সিরিজে না খেলেও এক ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তিনিই আছেন সবার ওপরে। 

আর ছুটিতে থাকা সাকিব আল হাসান এক ধাপ এগিয়ে আছেন ২৬তম পজিশনে। প্রথম ওয়ানডেতে মাত্র ১ রান করে একধাপ এগোলেন লিটন কুমার দাস (৩২)। 

সেই ম্যাচে এক ছক্কা আর ২ চারের সাহায্যে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলে আগের মতো সেই ৩৭তম পজিশনেই আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষেই আছেন সাকিব আল হাসান।

সম্পর্কিত শব্দসমূহঃ

মন্তব্য করুনঃ

মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)

এই শাখা থেকে আরও পড়ুনঃ